প্রতিদ্বন্দ্বিতা ছিলো সাকিব আল হাসান ও ডেভিড উইজার সাথে। একজন বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন, আরেকজন গোটা সুপার টুয়েলভ ছিলেন নিষ্প্রভ। অপরদিকে ব্যাট হাতে লেট মিডল অর্ডারে ম্যাচে ম্যাচে চার ছক্কার ঝড় তুলে, দলকে জিতিয়ে ক্রিকেট বিশ্বকে মাতোয়ারা করেছেন আসিফ আলী। আইসিসিও তাই যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভুল করেনি। অক্টোবর মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার গিয়েছে পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যানের ঝুলিতে।
মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি এই সংবাদ প্রকাশ করে। বিশ্বকাপে মাত্র ৫২ রানই করেছেন আসিফ, তবে তাঁর স্ট্রাইকরেট ২৭৩.৬৮! নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ এর পর আফগানিস্তানের বিপক্ষেও প্রায় হারতে বসা ম্যাচ জিতিয়েছেন শেষ ওভারে চারটি ছক্কা মেরে।
Asif Ali has been named as the ICC Player of the Month for October 2021! 😍👏🏻#AsifAli #T20WorldCup21 pic.twitter.com/WTSSDngBVs
— Abdul Wasay (@andy_abdulwasay) November 9, 2021
আইসিসির ভোটিং একাডেমির সদস্য ইরফান পাঠান বলেছেন,
“দলকে হেরে যাওয়ার মতো অবস্থা থেকে জিতিয়ে দেওয়ার গুণের কারণেই আসিফ ‘স্পেশাল’। এবং সে এটি একবার নয়, দুইদুইবার করে দেখিয়েছে। সে হয়তো তার অন্য দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে কম রান করেছে। কিন্তু যে গুরুতর চাপের জায়গাগুলোতে সে অবদান রেখেছে তা দলকে জয় ছিনিয়ে আনতে সাহায্য করেছে। এটিই পার্থক্য গড়ে দিয়েছে তার সাথে বাকিদের”
অক্টোবরে নারীদের মধ্যে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের লরা ডেলেনি।