৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

অতীত ভুলতে চান মুমিনুল, সিমন্সের ভাবনায় এগিয়ে বাংলাদেশ

- Advertisement -

টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশী সমর্থকদের আক্ষেপটা পুরনো। ওয়ানডেতে সমীহ জাগানিয়া পারফর্মেন্স করলেও পাঁচ দিনের ক্রিকেটে যেন এখনও ছন্নছাড়া। ২০ বছরের বেশী সময় ধরে টেস্ট খেলছে টাইগাররা, অথচ জয় কেবল ১৪ ম্যাচে।

পরিসংখ্যান যাই বলুক ঘরের মাঠে টাইগারদের টেস্ট পারফর্মেন্স অতটা আশাহত হওয়ার মতো না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সাথে টেস্ট সিরিজ ড্র, উইন্ডিজকে হোয়াইওয়াশ, একদমই ফেলে দেয়ার মতো না। বুধবার চট্টগ্রামের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ। ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে ফেভারিট মানছেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স।

“আমার মনে হয়, দেশের মাটিতে যার বিপক্ষেই খেলুক, বাংলাদেশ সব সময় একটু এগিয়ে থাকবে, এমনকি যদি এক বছর ক্রিকেট নাও খেলে। দেশের মাটিতে ওরা খুব শক্তিশালী দল।“ – গণমাধ্যমকে বলেছেন সিমন্স

অতীত অবশ্য খুব একটা স্বস্তি দিচ্ছে না বাংলাদেশকে। ঘরের মাঠেই আছে আফগানিস্তানের সঙ্গে হারের লজ্জা। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক অবশ্য অতীত নিয়ে ভাবতে রাজি না, বরং ভবিষ্যতে ভালো করার চিন্তায় বিভোর এই ব্যাটসম্যান।

“কালকে যে জিনিসটা হয়ে গেছে, সেটা তো আপনার মনে থাকবে না। ভালো ছিল বা খারাপ, মনে রাখারও দরকার নেই। মনে রেখে কিছু পাবেনও না। আমিও একই। কালকের ম্যাচে মনোযোগ দিতে চাচ্ছি। – গণমাধ্যমকে বলেছেন মুমিনুল

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img