৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

অধিনায়ক হিসেবে রুটের যোগ্যতা নিয়ে প্রশ্ন ইয়ান চ্যাপেলের

- Advertisement -

অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট শুনিয়েছিলেন আশার বাণী। তবে মাঠের দৃশ্যপট বলছে ভিন্ন কথা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ইংলিশরা তুলতে পেরেছে মোটে ১৪৭! ইংলিশদের এমন ভরাডুবিতে অধিনায়ক রুটকেই দুষছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। রুটের পরিবর্তে বেন স্টোকসই নাকি হতে পারতেন ইংল্যান্ড দলের যোগ্য অধিনায়ক! অস্ট্রেলিয়ার দলপতি প্যাট কামিন্সও নাকি আছেন রুটের চেয়ে ঢের এগিয়ে।

“সে খুব ভালো মানের একজন ব্যাটার, তবে অধিনায়ক হিসেবে খুব একটা ভালো নয়। অধিনায়ক হিসেবে তার দূরদর্শিতার অভাব রয়েছে। অস্ট্রেলিয়ার মতো জায়গায় খেলতে এলে যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠে”-বলছিলেন চ্যাপেল   

স্টোকসের নেতৃত্বে রুট ভালো করবেন বলে মনে করেন চ্যাপেল

বেন স্টোকসের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার মতো সকল গুণাগুণ আছে বলেই মনে করেন সাবেক এই তারকা ক্রিকেটার। এমনকি, স্টোকসের কথা মেনে চললে ব্যাটার হিসেবে রুট আরও ভালো খেলতে পারবেন বলেই চ্যাপেলের ধারণা, “আক্রমণাত্মক খেলোয়াড়রা সবসময় ভালো অধিনায়ক না হলেও স্টোকসের মধ্যে আলাদা কিছু ব্যাপার আছে। তার একটি দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। এছাড়াও, সে একাধারে দুর্দান্ত একজন অলরাউন্ডার এবং ফিল্ডার। তাঁর কথা মেনে চললে রুট ভালো করতে পারবে”

তবে নিজ দেশের টেস্ট দলপতি প্যাট কামিন্সের উপর পূর্ণ আস্থা আছে ইয়ান চ্যাপেলের। তাঁর মতে,“ভবিষ্যতে কামিন্স একজন ভালো অধিনায়ক হবে। কামিন্স অধিনায়ক হিসেবে রুটের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে। সুতরাং, অস্ট্রেলিয়া বেশ স্বাচ্ছন্দ্যেই জিতবে”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img