রোববার বাংলায় পা রাখে উইন্ডিজ ক্রিকেট দল। হোটেলে চলছে ওদের কোয়ারেন্টিন। বৃহস্পতিবার থেকে দুই গ্রুপে অনুশীলন শুরু করার ছাড়পত্র পেয়েছে ক্যারিবিয়ানরা। তবে শংকা ছিল বৃহস্পতিবার সফরকারি দল অনুশীলনে নামতে পারবে কিনা! কারন বাংলাদেশে আসার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ট্রানজিট নিয়েছিল উইন্ডিজ দল। স্বাস্থ্য অধিদফতরের নিয়ম অনুযায়ী যুক্তরাজ্য থেকে ফেরাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
গত দুইদিনে অনেক দেন-দরবার করে বুধবার সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইন্ডিজ মিডিয়া ম্যানেজার জানিয়েছেন- আগের শিডিউল অনুযায়ী তাঁরা অনুশীলনের অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উইন্ডিজ দল মিরপুরে অনুশীলন করবে। আর দুপুর দেড়টায় ওয়ানডে দল অনুশীলন শুরু করবে। ইতিমধ্যে করোনা টেস্টের প্রথম দফায় উইন্ডিজ বহরের সবাই নেগেটিভ হয়েছে। দ্বিতীয় দফা পরীক্ষার জন্য নমুনা দিয়েছে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও জোড়া টেস্ট খেলবে উইন্ডিজ। ২০ জানুয়ারি ঢাকায় শুরু প্রথম ওয়ানডে। তার আগে ১৮ জানুয়ারি বিকেএসপি’তে ওদের প্রস্তুতি ম্যাচ।