ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকছেননা কোহলি, সাউথ আফ্রিকা সিরিজ থেকেই এই দায়িত্ব নিচ্ছেন রোহিত শর্মা- বোমা ফাটানো এই ঘোষণা দেওয়ার প্রায় ২০ ঘন্টা অতিবাহিত হওয়ার পর অবশেষে এই ইস্যুতে পাওয়া গেলো বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির জবানি।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমকে গাঙ্গুলি জানান, তিনি এবং প্রধান নির্বাচক দুজনেই কোহলির সাথে কথা বলেছেন।
“বিসিসিআই ও নির্বাচক কমিটি সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে। আসলে আমরা ভিরাটকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে, যেটিতে সে রাজি হয়নি। কাজেই এখন বিসিসিআই চিন্তা করেছে সাদা বলের দুটি ফরম্যাটে দুটি আলাদা অধিনায়ক না রাখার।”
“রোহিত শর্মার নেতৃত্বগুণে আমাদের পূর্ণ আস্থা আছে। এবং ভিরাট টেস্ট ক্যাপ্টেন থাকবে। আমাদের মনে হয় ভারতীয় ক্রিকেট যোগ্য লোকেদের হাতেই আছে। আমরা ভিরাটকে ধন্যবাদ জানাই অধিনায়ক হিসেবে সাদা বলের ক্রিকেটে তার অবদানের জন্য”– আরো বলেছেন গাঙ্গুলি
ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্বের পাশাপাশি টেস্ট দলেও অজিঙ্কা রাহানেকে সরিয়ে সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে।