২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

অবশেষে রিয়াদের টস জয়

- Advertisement -

অবশেষে টসে জিতলো বাংলাদেশ। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।  জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচে টস হারার পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও টস হেরেছেন রিয়াদ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে।

আজ জিতলেই হবে সিরিজ জয়

এর আগে মিরপুরে বৃষ্টি হবার কারণে টস দেড় ঘন্টা দেরীতে অনুষ্ঠিত হয়েছে। টস জয়ের পর  টাইগার ক্যাপ্টেন জানিয়েছেন, স্কোরবোর্ডে ভালো একটা রান তুলে পরে বোলিং করে চাপে ফেলতে চান অজিদের।

বাংলাদেশ দলে তৃতীয় টি-টোয়েন্টি আসেনি কোনো পরিবর্তন। অন্যদিকে অজি দলে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন ড্যান ক্রিশ্চিয়ান, বেন ম্যাকডারমট। অজিদের হয়ে অভিষেক হয়েছে  নাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া দল:অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img