২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অবসরের আগে যে স্বপ্ন পূরণ করতে চান ওয়ার্নার…

- Advertisement -

অন্ধকার অতীতকে পেছনে ফেলে আবারো ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়ার জলজ্যান্ত উদাহরণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। দলের অন্যতম আস্থাভাজন খেলোয়াড়ও তিনি। তবে, ওয়ার্নারকে হয়তো খুব তাড়াতাড়িই প্রিয় ক্রিকেটকে ‘বিদায়’ জানাতে হবে। বয়সটা যে তাঁর ইতিমধ্যে ৩৫ এর কোটা পার করেছে! তবে, অবসর নেয়ার আগে ওয়ার্নারের রয়েছে কিছু অপূর্ণ স্বপ্ন। ভারত এবং ইংল্যান্ডকে তাদের মাঠে হারিয়ে সেই সুখস্মৃতি নিয়েই ক্রিকেটকে বিদায় বলতে চান এই অজি ব্যাটার, যোগ করতে চান নামের পাশে আরও অনেক রান।

“আমরা এখনও ভারতকে তাদের মাটিতে হারাতে পারিনি। ইংল্যান্ডকেও তাদের মাটিতে হারাতে চাই। যদি অবসরের আগে  সেই সুযোগটা পেয়ে যাই, তাহলে সেটা আমার জন্য দারুণ ব্যাপার হবে”- ‘ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে বলছিলেন ওয়ার্নার 

ইংল্যান্ড-ভারতের মাটিতে তাঁর পরিসংখ্যান খুব বেশি ভালো নয়

এখন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ১৩টি এবং ভারতের মাটিতে ৮টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে তাঁর সেই রেকর্ড খুব বেশি সুবিধার নয়। এই দুই দলের বিপক্ষে শতকের দেখা তো পানই নি, উল্টো ইংলিশ শিবিরে ব্যাটিং গড় মোটে ২৬, আর ভারতে সেটা মাত্র ২৪!

ক্যারিয়ারের এই পরন্তবেলায় এসে নিজের বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও সেরা খেলাটাই উপহার দিতে চান এই বামহাতি ওপেনার, “আগেও বলেছি, আমি কিছুদিন রানের মধ্যে ছিলাম না, তবে নিজের ফর্ম হারাইনি। আমার কাছে নিজের সামর্থ্য দিয়ে সেরা পারফর্ম করা এবং বোর্ডে রান তোলাটাই গুরুত্বপূর্ণ। আমি এখনও ভালো করছি। আশা করছি, নতুন বছরে নামের পাশে আরও বেশি রান যোগ করতে পারবো।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img