৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

অভিজ্ঞ দুই ক্রিকেটার ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

- Advertisement -

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। যথারীতি স্কট এডওয়ার্ডসের অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে ডাচরা। তবে বড় চমক হিসেবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার কলিন অ্যাকারম্যান এবং ফন ডার মারওয়ে।

এই দুই ক্রিকেটার বাদ পড়লেও দলে আছেন তরুণ বাঁহাতি স্পিনার টিম প্রিংলে এবং হার্ড-হিটিং ওপেনার মাইকেল লেভিট। অর্থাৎ, এবার তরুণদের ওপর আস্থা রাখছে এডওয়ার্ডসের দল। গেল ফেব্রুয়ারিতেই নেপালে ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষ ৬২ বলে ১৩৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন ২০ বছর বয়সী লেভিট। এছাড়াও অভিজ্ঞদের এর্ডওয়ার্ডস ছাড়াও আছেন অলরাউন্ডার বাস ডি লিড।

বিশ্বকাপের গ্রুপপর্বে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৩ জুন কিংসটাউনে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিংলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

ট্রাভেলিং রিজার্ভ: কাইল ক্লেইন

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img