৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে হামলা

- Advertisement -

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সের উচ্চগতি সম্পন্ন রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এ হামলা ঘটেছে। হামলার ফলে ব্যহত হচ্ছে যাত্রী চলাচল।

শুক্রবার ফ্রান্সের ট্রেন অপারেটর (এসএনসিএফ) এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস।

এসএনসিএফ বলছে, “অগ্নিসংযোগকারীরা প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বের সাথে সংযোগকারী রেললাইনের সাথে সংযুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করেছে এবং এর ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে।”

এসএনসিএফ আরও বলেছে, “অনেক রুট বাতিল করতে হবে এবং পরিস্থিতি সামলে পুনরায় সবকিছু স্বাভাবিক হতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।”

এত বড় এক বৈশ্বিক টুর্নামেন্টের আগে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউডিয়া-কাস্তেরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img