হারলেই পরবর্তী রাউন্ডের আশা শেষ, ড্র করলে থাকবে সম্ভাবনা। তখন মেলাতে হবে অনেক যদি কিন্তুর হিসাব। আর্জেন্টিনা ওসব হিসাবের ধার ধারেনি। অলিম্পিক ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ আটের আশা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রাখল হাভিয়ের মাচেরানোর দল।
এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে হুলিয়ান আলভারেজ-থিয়াগো আলমাদারা। আর্জেন্টিনা ম্যাচে প্রথম লিড নিয়েছে আলভারেজ ও আলমাদার রসায়নে। ১১ মিনিটে ইরাকের ডি-বক্সে বুক দিয়ে আলমাদার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন আলভারেজ। বল জালে জড়াতে ভুল করেননি আলমাদা।
এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। ১৮ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আলভারেজ। ম্যানচেস্টার সিটি তারকা এরপর আরও বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন। তবে সেসব সুযোগ গোলে পরিণত করতে পারেননি তিনি। আলভারেজ সুযোগ কাজে লাগাতে না পারলেও ইরাক ঠিকই কাজে লাগিয়েছে। প্রথামার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে ইরাক। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিড নিতে মরিয়া হয়ে খেলে আর্জেন্টিনা। ফল পেতে অবশ্য তাদের অপেক্ষা করতে হয়েছে ১৭ মিনিট পর্যন্ত। ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান ২-১ করেন লুসিয়ানো গোনদো। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন এজকুয়েল ফার্নান্দেজ।
এই জয়ে ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩। গ্রুপ পর্বে নিকোলাস ওতামেন্দির দলের শেষ ম্যাচ ইউক্রেনের বিপক্ষে। এই ম্যাচে জিতলে কোনো ধরণের সমীকরণ ছাড়াই পরের পর্বে যাবে আর্জেন্টিনা। হারলে অথবা ড্র করলে মেলাতে হবে অনেক হিসাব-নিকাশ।