৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

অলিম্পিক: শুটিংয়ে বাছাইপর্ব পেরোতে পারলেন না বাংলাদেশের রবিউল

- Advertisement -

প্যারিস অলিম্পিক শুরু হয়েছে একদিন আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ”-এ কখনোই পদক জিততে পারেনি বাংলাদেশ। এবারও সেই সম্ভাবনা নেই বললেই চলে। তারপরেও তো আর অংশগ্রহণ করা থেকে বিরত থাকা যায় না। পূর্বের মতো প্যারিস অলিম্পিকেও হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশের।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন তিনি। তাঁর স্কোর ৬২৪.২। বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭, দুইয়ে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের স্কোরও তাই।

আসরের শুরুর আগের দিনই অভিযান শুরু করছে বাংলাদেশ। রিকার্ভ এককের র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। তিনি স্কোর করেছেন ৬৫২। তার প্রতিপক্ষ ইতালির আরচার ৬৭০ স্কোর করে হয়েছেন ২০তম। ৩১ জুলাই হবে সাগরের লড়াই।

এবারের গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ ক্রীড়াবিদ। এর মধ্যে কেবল আরচার সাগর ইসলাম প্যারিসে গেছেন যোগ্যতা অর্জন করে। বাকি চারজন গেমসে অংশ নেবেন আইওসি’র ওয়াইল্ডকার্ড নিয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img