১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

অশ্বিনের প্রশংসায় মুখর টুইটার

- Advertisement -

বল হাতে দলের সেরা পারফর্মার, অথচ পারফর্ম করতে ব্যর্থ হলেই শুরু হয় সমালোচনা। বয়স শুধুমাত্র নাকি সংখ্যা, কিন্তু এশিয়াতে এই হিসেব মানে কে বা কারা, আপনি চাইলেই খুঁজে বের করতে পারবেন না। অশ্বিন জববটা দেন বল হাতে, সুযোগ পেলে ব্যাট হাতেও।

 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিশদের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন অশ্বিন। ব্যাট হাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে হাঁকালেন সেঞ্চুরি। তাও, দলের গুরুত্বপূর্ণ সময়ে। স্বাভাবিকভাবেই টুইটার মুখর অশ্বিনের প্রশংসায়।

ভিভিএস লক্ষণ লিখেছেন, সম্মান তোমার প্রতি অ্যাশ (অশ্বিন)। হরভজনও প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনের। স্বাভাবিক।

 

 

শুধু সাবেক ক্রিকেটাররাই না, অশ্বিনের ইনিংস মন কেড়েছে তরুণ ক্রিকেটারদেরও। সুরইয়া কুমার টুইটারে অভিনন্দন জানিয়েছেন অশ্বিনকে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img