২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজ জিতলেও সেবার র‍্যাংকিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পুরস্কার পাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ৬ নম্বরে এখন বাংলাদেশ।

বাংলাদেশ টি-টোয়েন্টির আদর্শ ক্রিকেট খেলতে পারে না; এমন কথা শোনা যেত হরহামেশাই। সেই কথাকেই ভুল প্রমানিত করতে শুরু করেছে টিম টাইগার্স। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে সেই পারফর্ম্যান্সের ধারাবাহিকতা নিউজিল্যান্ড সিরিজেও ধরে রেখেছেন রিয়াদ-সাকিবরা। মাঝে অজিদের সঙ্গে টাইগাররা খেলেছে দুর্দান্ত ক্রিকেট। পারফর্ম্যান্সের ধারাবাহিকতার পুরস্কারই পাচ্ছে রিয়াদবাহিনী।

র‍্যাংকিংয়ের ৮ নম্বরে থেকে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ; সেখানে টাইগারদের জয় ২-১ ব্যবধানে। এরপর বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারুদের বিপক্ষে টাইগাররা জিতেছে ৪-১ ব্যবধানে। টানা দুটো সিরিজ জয়ের পরও র‍্যাংকিংয়ে কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। তবে নিউজিল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়ে র‍্যাংকিংয়ের ৭ নম্বরে উঠেছিল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে র‍্যাংকিংয়ের ৬ নম্বরে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের উন্নতিতে অবনমন হয়েছে অজিদের, টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অজিরা এখন সাত নম্বরে। অস্ট্রেলিয়ার রেটিং এখন ২৪০, বাংলাদেশের রেটিং ২৪১। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে সাউথ আফ্রিকা। কিউইদের হোয়াটওয়াশ করতে পারলে বাংলাদেশ পৌঁছাবে আফ্রিকানদের জায়গায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img