অস্ট্রেলিয়ান ওপেনের পিছু যেনো ছাড়ছে না করোনা, জৈব সুরক্ষা বলয়ে এবারের আসর আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি চালাচ্ছিলেন কর্তৃপক্ষ কিন্তু বার বার বাঁধা আসছে। গ্র্যান্ড হায়াত হোটেলের এক কর্মী করোনা পজেটিভ হওয়ায় প্রায় ৫০০ থেকে ৬০০ খেলোয়াড় আর কর্মকতাকে রাখা হয়েছে আইসোলেশনে। সিসিটিভি ফুটেজ দেখে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের শনাক্ত করা হয়।
বৃহস্পতিবারের ওয়ার্ম আপ ম্যাচও বাতিল করা হয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনের ভাগ্যে কি আছে তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
তবে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ বলছে ‘’টুর্নামেন্টে এর তেমন প্রভাব পড়বে না , আইসোলেটেড করে রাখা খেলোয়াড় আর কর্মকতাদের আবারো টেস্ট করানো হবে , নেগেটিভ রেজাল্ট আসলে খেলোয়াড়রা যোগ দিতে পারবেন টুর্নামেন্টে।
এর আগে খেলোয়াড়দের বহনকারী দুটি চার্টাড বিমানের তিন যাত্রীর রিপোর্ট পজিটিভ আসায় ৪৭ জন খেলোয়াড়কে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিলো।