২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

অস্ট্রেলিয়া ওপেনের শেষ চারে সেরেনা উইলিয়ামস

- Advertisement -

রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম ছুঁতে আর দুই ধাপ বাকি সেরেনা উইলিয়ামসের। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন এই মার্কিনি। শেষ চারে তার প্রতিপক্ষ নাওমি ওসাকা। সেমিফাইনালটা হবে মার্কিন বনাম জাপান।

কোয়ার্টার ফাইনাল ম্যাচে সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়েছেন সেরেনা। রোমানিয়ান হালেপকে ৬-৩ ও ৬-৩ গেমে হারান। তার আগে অন্য কোয়ার্টার ফাইনালে চাইনিজ সু-উই শেইকে ৬-২ ও ৬-২ গেমে হারান নাওমি ওসাকা। এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে সেমিতে। ২০১৮ ইউএস ওপেন ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন সেরেনা-ওসাকা। শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত হবে নারী এককের ফাইনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img