১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বিসিবি এইচপির সংগ্রহ ‘১৪৭’

- Advertisement -

অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৪৭ রান করে বাংলাদেশ এইচপি দল। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শামীম হোসের পাটোয়ারী।

বুধবার টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে তিন উইকেট হারায় বাংলাদেশ। বিপরীতে সংগ্রহ মাত্র ৩১ রান। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। রানে খাতায় যোগ করেন মাত্র এক। এর পরের ওভারেই টিম ওকলির বলে ক্যাচ তুলে দেন পারভেজ হোসেন ইমন, ৫ বলে করেন ৮ রান। মাত্র ২ দুই রান ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন আফিফ হোসেন। অপরদিকে ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন জিসান আলম।

আকবর আলীকে নিয়ে মাঠে কিছুটা থিতু হয়েছিলেন জিসান। তবে বেশিক্ষণ টিকতে পারেন নি। জিসান ফিরে গেছেন ২১ বলে ২৬ রান করে। এরপর অধিনায়ক আকবরকে নিয়ে ইনিংসের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী। দুই ৬ ও এক ৪ এর মারে আকবর আলী করেছেন ৩৫ বলে ৩৬ রান। শামীম আউট হয়েছে ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি মানেন্টি। লিয়াম স্কট ও নোয়া ম্যাকফ্যাডিয়েন নিয়েছেন একটি করে উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img