২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

অ্যালেন-লাথামের ব্যাটে কিউইদের বড় সংগ্রহ

- Advertisement -

সিরিজ আগেই নিশ্চিত হয়েছিল, তাই শেষ ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ফিন অ্যালেন এবং অধিনায়ক টম লাথামের ব্যাটে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে নিউজিল্যান্ড। অ্যালেন করেছেন ৪১ রান, লাথামের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫০। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। তবে রান দিয়েছেন ৪৮।

অস্ট্রেলিয়া সিরিজের পাঁচ ম্যাচ আর নিউজিল্যান্ডের বিপক্ষে চার, সর্বশেষ ৯ ম্যাচেই টাইগারদের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেন স্পিনাররা। পাওয়ারপ্লেতে অধিকাংশ ওভারই করেছেন স্পিনাররা, তবে এ ম্যাচে সেই দায়িত্বে পেসাররা। চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, দলে ফিরেই বোলিং আক্রমণে নেতৃত্বে তাসকিন আহমেদ। শুরুর দুই ওভারে একপ্রকার গতির ঝড়ই তুলেছেন এই ডানহাতি পেসার। নিয়মিত ঘন্টায় ১৪০ কি:মি: বেগে বল করেছেন। তার বল খেলতে রীতিমতো ধুকেছেন ফিন অ্যালেন-রাচিন রবীন্দ্ররা। তবে অন্যপ্রান্তে ঠিকই রানের বন্যা।

আগের ম্যাচের ম্যাচসেরা নাসুম আহমেদ এদিন ছিলেন না ছন্দে, ব্যাক্তিগত প্রথম ওভারেই দিয়েছেন ১২ রান। দুই ওভারের প্রথম স্পেলে ছিলে উইকেটশূন্য, খরচ করেছেন ২১ রান। এ ম্যাচে পাঁচ ম্যাচ পর একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম, দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে এসে তিনি দিয়েছেন ১৯ রান। সাড়ে পাঁচ ওভারে কিউইদের বোর্ডে তখন ৫৮ রান। ওখানেই ছন্দপতন।

আগের ওভারে ১৯ রান দিলেও শরিফুল ইসলামের উপর ভরসা হারাননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ভরসার প্রতিদানই দিয়েছেন এই বাঁহাতি পেসার। শরিফুলের শর্ট বলে পুল করতে গিয়ে আউট ১৭ রান করা রবীন্দ্র,মিড অফে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। পরের বলেই আবার সাফল্য, তবে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আঙ্গুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে যান অ্যালেন। যদিও পরের বলে আর বাঁচতে পারেননি, সরাসরি বোল্ড করে ভয়ঙ্কর হয়ে উঠা অ্যালেনকে ফিরিয়েছেন শরিফুল। ২৪ বলে ৪১ করা অ্যালেন ফিরলে পাওয়ারপ্লে শেষে নিউজিল্যান্ডের বোর্ডে দুই উইকেট হারিয়ে ৫৮ রান।

মুহুর্তেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। আগের ম্যাচে কিউইদের টপ স্কোরার উইল ইয়ং আফিফ হোসেনের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। এক ওভার পরে নাসুম আহমেদের বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন পুরো সিরিজে ব্যর্থ কলিন ডি গ্র্যান্ডহোম। এই সিরিজে এই নিয়ে চারবার গ্র্যান্ডহোমকে নিজের শিকারে পরিণত করলেন নাসুম।

পাওয়ারপ্লেতে যেখানে প্রায় দশ করে রান নিয়েছিল কিউইরা, আস্তে আস্তে রান তোলার গড়টা নেমে আসে সাতের নিচে। কিউইদের চেপে ধরে টাইগার বোলাররা, সেই চাপ সামাল দেন অধিনায়ক টম লাথাম এবং হেনরি নিকোলস। তবে নিকোলসে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করছিলেন তবে উইকেট পাচ্ছিলেন না, তাসকিনের সেই আক্ষেপ পূরণ করেছেন নুরুল হাসান সোহান। বাঁ দিকে ঝাপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ ধরে ডানহাতি পেসারকে আনন্দে ভাঁসান তিনি।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় রানে। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক লাথাম, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শরিফুল ইসলামের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img