২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অ্যাশেজ শেষে ইংল্যান্ডের অর্জন চতুর্থ ম্যাচে ‘ড্র’

- Advertisement -

প্যাট কামিন্সের ইয়র্কারে বোল্ড ওলি রবিনসন, অস্ট্রেলিয়ার জয় ১৪৬ রানে। মাত্র ১৩১২ বলেই শেষ হোবার্ট টেস্ট, বলের হিসেবে সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের তালিকায় অবস্থান ষষ্ঠ। অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার সমান সংখ্যক আট হার জো রুটের, অধিনায়কের যোগ্যতা নিয়ে প্রশ্ন আবারও তুঙ্গে। পুরো সিরিজে জো রুটের দলের অর্জন বলতে চতুর্থ ম্যাচে ড্র।

অ্যাশেজ শেষ; শেষ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ট্রাভিস হেডকেই ঘোষণা করা হয়েছে সিরিজসেরা ক্রিকেটার হিসেবে, পেয়েছেন কম্পটন-মিলার মেডেল। পাঁচ ম্যাচের একটিতে খেলতে না পারলেও সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানও অজি এই ব্যাটসম্যান, চার ম্যাচের ছয় ইনিংসে ৬০ গড়ে করেছেন ৩৫৭ রান। রানের তালিকায় সেরা পাঁচে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে একমাত্র জো রুট, দশ ইনিংসে রান ৩২২।

দুজনে মিলে বল হাতে ছড়িয়েছেন আলো

বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স, চার ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। ১৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে মিচেল স্টার্ক। বোলিংয়ের তালিকার সেরা পাঁচেও আছেন একজন ইংলিশ বোলার, মার্ক উড। চার ম্যাচে ইংলিশ এই পেসার নিয়েছেন ১৭ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img