ইউরোপিয়ান সুপার লিগ থেকে সবার আগে নাম প্রত্যাহার করে ম্যানচেস্টার সিটি। তাই খেলোয়াড়দের মাঝে ছিল না কোনো বাড়তি চাপ, সেই সুযোগে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল সিটিজেনরা।
ভিলা পার্কে খেলার প্রথম মিনিটেই জন ম্যাকগিনের গোলে লিড পায় স্বাগতিকরা। ২২তম মিনিটেই ফোডেনের গোলেই সমতায় ফিরে সফরকারীরা। ৪০তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করে ম্যান সিটি। সিলভার ক্রস থেকে পাওয়া বল হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
চলতি আসরে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে টানা দশম জয় পেয়েছে সিটি। প্রথম দল হিসেবে লিগে একাধিকবার জয়ের রেকর্ড গড়ল ইতিহাদের দলটি। এর আগে ২০১৭ সালের মে থেকে ডিসেম্বরে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল তারা।
এ জয়ে লিগ পুনরুদ্ধারের পথে ১১ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ২৪ জয় আর ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।