১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

আইপিএলের নিলাম কবে জানেন না কামিন্স, চোখ পাকিস্তান সিরিজে

- Advertisement -

রাত পেরোলেই আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে, চলবে দুইদিন ব্যাপী। প্রতিবছর নিলামের পূর্বেই অজি খেলোয়াড়দের নিয়ে চলতে থাকে আলোচনা, দলে নেয়ার লড়াই। কিন্তু এবারে দৃশ্যপটটা একটু বদলেছে, অজি দল যে ২৪ বছর পর যাচ্ছে পাকিস্তান সফরে! সেই সফর নিয়ে এতটাই সিরিয়াস অজি টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স যে তিনি জানেন না আইপিএলের নিলাম কবে!

“সত্যি বলতে আমি জানি না আইপিএলের নিলাম কবে। ১৩, ১৪ না ১৫ ফেব্রুয়ারি তা আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করিনি”- বলছিলেন কামিন্স

অস্ট্রেলিয়ানদের শুরুর পাঁচ অথবা ছয় ম্যাচে পাবে না আইপিএলের দলগুলো। কিছু করার নেই ক্রিকেট অস্ট্রেলিয়ারও। প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন জাতীয় দলের খেলা থাকলে সেটাই সবার আগে প্রাধান্য পাবে খেলোয়াড়দের কাছে, “আইপিএলে খেলার জন্য সকলেই মুখিয়ে থাকে। কিন্তু দেশের খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব না।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img