স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব আরব আমিরাতে শুরু হবে সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় পর্বের আগে দলগুলো নিজেদের ঘর গুছিওয়ে নিতে ব্যাস্ত। এরই অংশ হিসেবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ভিড়িয়েছে শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
Hasaranga was the Player of the Series in the recently concluded #SLvIND T20I series taking 7 wickets in 3 matches at an economy rate of 5.58.#PlayBold #WeAreChallengers #IPL2021 #NowAChallenger pic.twitter.com/EJWQUNbTVe
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 21, 2021
কদিন আগেই ভারতের সাথে শেষ হওয়া সাদা বলের সিরিজে দারুন খেলেছিলেন হাসারাঙ্গা। বল ছাড়াও ব্যাট হাতেও দলের জন্য রেখেছিলেন অবদান। তখনই ধারনা করা যাচ্ছিলো আইপিএলে দল পাবেন এই লেগি, হয়েছেও তাই। শনিবার আরসিবি কতৃপক্ষ তাদের নতুন এই সাইনিংয়ের নাম ঘোষনা করেছে। অস্ট্রেলিয়ান লেগি অ্যাডাম জাম্পার বদলি হিসেবে আরসিবির জার্সি গায়ে চড়াবেন হাসারাঙ্গা।
We are glad to have you among us, Tim.#PlayBold #WeAreChallengers #IPL2021 #NowAChallenger pic.twitter.com/1GJaxdzDmV
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 21, 2021
হাসারাঙ্গা ছাড়াও আরসিবি দলে ভিড়িয়েছে সিংগাপুরের খেলোয়াড় টিম ডেভিডকে। সিংগাপুরের হলেও ডেভিড খেলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। খেলেছেন পিএসএল এবং দ্য হান্ড্রেডেও। কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ডেভিডকে নিয়েছে ভিরাট কোহলির দল।