২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

আইপিএলে ফিরছে দর্শক

- Advertisement -

অবশেষে দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন আইপিএলের ম্যাচগুলো। তবে সেটি গ্যালারির মোট আসনের এক-চতুর্থাংশ, এমনটাই জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে৷ এবারের আইপিএল অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে, যার তিনটিই মহারাষ্ট্রে৷ বৃহস্পতিবার অফিসিয়াল এক বিবৃতিতে মহারাষ্ট্র সরকার জানায়,

“করোনাভাইরাসের সংক্রমণ আগের তুলনায় কমেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আইপিএলের এই আসরে ২৫ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। তবে মাঠে প্রবেশের জন্য দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।’

গ্যালারির এক-চতুর্থাংশ আসন থাকবে দর্শকদের জন্য

দিন কয়েক আগে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও গ্যালারিতে দর্শক ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন।

”আইপিএল শুরু হবে ২৬ মার্চ থেকে। আমরা দর্শকদের গুরুত্ব দিয়ে দেখছি। কিন্তু মহারাষ্ট্র সরকারের দিক নির্দেশনার কারণে দর্শক উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা বেশী। ধারণা করা যায় গ্যালারির ২৫ থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রির সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে৷”- ব্রিজেশ প্যাটেল 

প্যাটেলের ইঙ্গিতই অবশেষে সত্য হলো। ২৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছে। আগামী ২৬ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস ও লাকনৌ সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ১০ দলের এ টুর্নামেন্টে চারটি ভেন্যুতে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷ ২৯ মে হবে এবারের আসরের ফাইনাল।

আইপিএলের সর্বশেষ আসরের প্রথমাংশ ভারতে অনুষ্ঠিত হলেও ভারতে করোনা সংক্রমণ বেশী হওয়ায় ম্যাচগুলোতে ছিলো না দর্শক প্রবেশের অনুমতি। শেষ পর্যন্ত আইপিএলে করোনা আঘাত হানায় আইপিএল সরানো হয় আরব আমিরাতে৷

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img