শুধু ক্রিকেট নয়, করোনা মহামারী বদলে দিয়েছে পুরো পৃথিবীর চিত্রটাই। মাসের পর মাস বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট, খেলোয়াড়েরা ছিল ঘরবন্দী। ঘরোয়া লিগগুলোও আয়োজন করা সম্ভব হয়নি, আইপিএলের কার্যক্রম অব্দি রাখতে হয়েছিল বন্ধ। বাধ্য হয়ে ভারতের পরিবর্তে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলোকে আয়োজন করতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
তবে, এবারে ঘরের মাঠেই আইপিএলের আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, “আমরা সম্ভবত করোনার সবচেয়ে ভয়ংকর অধ্যায়টা পেরিয়ে এসেছি। আশা করি এবারের আইপিএল ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। কারণ, এটা ভারতের টুর্নামেন্ট। তাছাড়া, যখন ভারতের মাটিতে আইপিএলের আসর হয়, তখন পরিবেশটাই থাকে অন্যরকম।”
সেইসাথে দুবাই কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন গাঙ্গুলী, “করোনা মহামারীর সময়েও আমরা সফলভাবে আইপিএলের আয়োজন করতে পেরেছি। দুবাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। ওরা দুর্দান্ত ছিল।”