৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আইসিসির সব টুর্নামেন্ট দেখাবে ‘টফি’

- Advertisement -

২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে সকল আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিষ্ঠানটির ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘টফি’-তে আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে।

টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট(টিএসএম)-এর সাথে কৌশলগত চুক্তির ফলে এই ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মটি আগামী দুই বছর আইসিসির প্রতিটির এক্সক্লুসিভলি সম্প্রচার করবে। উল্লেখ্য, এই সময়ের মধ্যে ২০টি দেশের অংশগ্রহণে পুরুষদের ৭১টি ম্যাচ ও নারীদের ৯৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।

এই আইসিসি টুর্নামেন্টগুলোর মধ্যে আইসিসি পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সাবস্ক্রিপশন ফি ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় থেকে এই স্বত্বের মূল্য পরিশোধ করা হবে।

মঙ্গলবার ঢাকার ‘দ্য ওয়েস্টিন’ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংক-এর সিইও এরিক অস, বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরীসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘোষণাটি দেওয়া হয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img