বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ। অধিনায়ক হিসেবে তামিম ইকবালের প্রথম মিশন। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজাও মুখিয়ে আছেন অধিয়ানক তামিমকে মাঠে দেখতে। নড়াইল এক্সপ্রেস তার অফিসিয়াল ফেসবুক পেইজে শুভকামনা জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকে।
‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খান এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)’ – ফেসবুকে লিখেছেন মাশরাফী
আগামী বিশ্বকাপের পরিকল্পনা মাফিক ওয়ানডে দলে রাখা হয়নি মাশরাফীকে। তবে দলে জায়গা না হলেও, মাশরাফী আছেন দলের সাথে, অন্তত শুভাকাঙ্ক্ষী হিসেবে।