১৫ আগস্ট, ২০১১ সোমবার। এক দশক আগে আকাশী-নীল জার্সিতে ডেব্যু হয়েছিল আর্জেন্টাইন সার্জিও কুন আগুয়েরোর। অভিষেক রাঙ্গিয়ে ছিলেন দুই গোল করে। বদলি হিসেবে নেমেছিলেন সোয়ানসি সিটির বিপক্ষে। জোড়া গোল করেন শেষ ত্রিশ মিনিটে। ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে ম্যানচেস্টার সিটি। আকাশী-নীল ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারের অভিষেকটা হয়েছিল এভাবেই। তারপর একের পর এক কীর্তি গড়েছেন এই ক্লাবে সার্জিও আগুয়েরো। এমন ক্লাবের সাথে সম্পর্কের ইতি টানতে যাচ্ছে আসছে গ্রীষ্ম মৌসুম শেষেই।
- Advertisement -
৪৪ বছর পর ২০১২ সালের প্রিমিয়া লিগ টাইটেলটাও ম্যানসিটি জিতেছিল এই আর্জেন্টাইনের গোলেই। শিরোপা নির্ধারণী ম্যাচে ইনজুরি সময়ে গোল করেন আগুয়েরো। নাটকীয় ওই ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়েছিলো সিটিজেনরা। ম্যানইউকে পিছনে ফেলে চারদশক পর ম্যানসিটি চ্যাম্পিয়ন হয়েছিল আগুয়েরোর কল্যানেইঅ। এরপর এই আর্জেন্টাইন ৩টি প্রিমিয়র লিগ খেতাব, ৫টি লিগ কাপ, ১টি এফএ কাপ জিতেছেন সিটির জার্সি গায়ে। ২০১৭ মৌসুমে স্কাই ব্লুজ জার্সি গায়ে হয়েছিলেন ক্লাবের রেকর্ড গোলস্কোরার। যার প্রতিভায় গেল এক দশক আলোকিত হয়েছিল ম্যানচেস্টার সিটি, সেই সার্জিও আগুয়েরোর সাথে সম্পর্ক শেষ হতে যাচ্ছে ক্লাবটির।
সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে ক্লাব ছাড়ার খবরটি জানান সোমবার। ২৫৭ গোলের মালিক সার্জিও আগুয়েরো চলতি মৌসুম শেষে নতুন করে এই ক্লাবের সঙ্গে আর চুক্তি করবেন না। এরপর ক্লাবের পক্ষ থেকে এক আবেগী বার্তায় ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলস্কোরারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তাই মন ভালো নেই ক্লাব মালিকসহ অন্যদের।
বিদায়বেলায় ঘরের ছেলেকে স্মরণীয় সংবর্ধনা দিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। হোমগ্রাউন্ড ইতিহাদে বসবে আগুয়েরোর মূর্তি। দাভিদ সিলভা, ভিনসেন্ট কোম্পানির পর তৃতীয় ফুটবলার হিসেবে ইতিহাদে আগুয়েরোর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ। তবে ম্যানসিটি ছেড়ে কোথায় যাচ্ছেন এখনো নিশ্চিত নয়, গুঞ্জন আছে কাতালান ক্লাব বার্সেলোনায় স্বদেশী লিওনেল মেসির সতীর্থ হতে যাচ্ছেন আগুয়েরো।