২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘আগামী বছরও অবশ্যই আমাকে হলুদ জার্সিতে দেখবেন’

- Advertisement -

সেই চিরচেনা দৃশ্য। আইপিএলের বিগত বছরগুলোর মতো আবারো খেলার আগে টস করতে এগিয়ে এলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রোববার, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আবারো অধিনায়কের ভূমিকায় দেখা গেল ধোনিকে।

শনিবারই ঘোষণা এসেছিল, ২০২২ আইপিএলে চেন্নাইয়ের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা আর অধিনায়কত্ব করছেন না। ঘুরেফিরে ৮ ম্যাচ পরেই সেই ধোনির কাঁধেই পড়েছে দলের ভার। বয়স ৪০ পার হলেও, চেন্নাইকে চার শিরোপা এনে দেয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএল থেকে অবসর নেয়ার ব্যাপারে কখনোই খোলাসা করে কিছু বলেননি। তবে খেলার চালিয়ে যাওয়ার ইচ্ছা অনেকবারই প্রকাশ করেছেন। আজও হায়দ্রাবাদের বিপক্ষে টস করতে এসে উপস্থাপক ড্যানি মরিসনকে জানিয়েছেন, আগামী বছরও হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে।

“আপনি অবশ্যই আমাকে হলুদ জার্সিতে (পরের বছর) দেখতে পাবেন। এই হলুদ জার্সি হোক বা অন্য কোনো হলুদ জার্সি, সেটা আলাদা জিনিস”-বলছিলেন ধোনি     

এর আগে চেন্নাই সুপার কিংসের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব ছেড়েছিলেন আইপিএল শুরুর এক দিন আগে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল জাদেজাকে। আইপিএলের এই আসরের তার নেতৃত্বে আগের ৮ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে নয়ে আছে চেন্নাই। নিজেদের নবম ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েই ধোনি জানিয়েছেন, “আমাদের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করতে হবে। আমরা ক্যাচ অনেক ক্যাচ ফেলেছি, সেগুলো অবশ্যই কমাতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।” 

ধোনির নেতৃত্বে চারবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই

আইপিএলের মোট ১৪ আসরের ১২টিতে খেলেছে চেন্নাই। প্রতিবারই তাদের অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। চেন্নাইকে জিতিয়েছেন চারটি আইপিএল শিরোপা। দুইবার জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলও চেন্নাই। অবশেষে, তাদের ১৩তম আসরেও আবারো অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন ধোনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img