১৫ মার্চ ২০২৫, শনিবার

‘আগে মারতে গেলেই আউট হওয়ার ভয় কাজ করত’

- Advertisement -

প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে টাইগারদের ম্যাচ জিতিয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে এমন আগ্রাসীভাবে ব্যাট করতে দেখা শুধু আনন্দেরই নয়, দলের জন্যও স্বস্তিদায়ক। তবে, আগে নাকি এমন আক্রমণাত্মক ব্যাট করতে রীতিমতো ভয় পেতেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সময়ের সাথে সাথে নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন সাকিব। আর তাতেই সাফল্য ধরা দিচ্ছে।

“আগে ভয় কাজ করত মারতে গেলে আউট হয়ে যেতে পারি। এখন ওই ভয়টা কাজ করছে না। এটা আমার জন্য ভালো হয়েছে। সে জন্যই ও রকম তাড়াতাড়ি রান করতে পেরেছি”-‘প্রথম আলো’কে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব  

প্রথম ওয়ানডেতে ওপেনাররা দেখেশুনে খেললেও বাংলাদেশের স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি। সাকিব ক্রিজে নামার পরপরই বদলে গেছে সেই দৃশ্যপট। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ব্যাটে ভর করেই স্বাগতিকদের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশ পেরিয়েছে ৩০০ রান। এ প্রসঙ্গে তিনি জানান, “যখন ইচ্ছা হলো মারতে, আমি মারা শুরু করলাম। নইলে যে অবস্থায় ছিলাম, সেখান থেকে আমরা নম্র–ভদ্র ক্রিকেট খেললে দলের রান সর্বোচ্চ ২৬০–২৭০ হতো। এটা হলে দক্ষিণ আফ্রিকা খুব স্বস্তিতে থাকত, ও রকম তাড়াহুড়াও করত না। আমরা হয়তো তখন খেলাটা সম্মানের সঙ্গে হেরে যেতাম।”    

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img