৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আঙ্গুলের চোটে শঙ্কার মুখে লিভিংস্টোনের বিশ্বকাপ

- Advertisement -

মারকুটে ব্যাটিং দিয়ে খুব অল্পদিনেই বিশ্বক্রিকেটে নিজের আলাদা একটা নাম বানিয়ে নিয়েছেন, ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নের ‘এক্স ফ্যাক্টর’ বা ‘তুরুপের তাস’ যাই বলুন লিয়াম লিভিংস্টোন কে সেই উপাধি অনায়াসেই দেওয়া যায়। কিন্তু বিধিবাম, বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সেই লিয়াম লিভিংস্টোনের বিশ্বকাপ সম্ভাবনার উপর জমেছে শঙ্কার মেঘ।

সোমবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালীন বাউন্ডারিতে ক্যাচ নিতে গিয়ে কড়ে আঙ্গুলে চোট পেয়েছেন লিভিংস্টোন। তৎক্ষণাৎ ফুলে যায় তাঁর আঙ্গুল; মাঠ ছেড়েও বেরিয়ে যান তিনি। যদিও ২৪ ঘন্টা দলের চিকিৎসকদের পর্যবেক্ষণের পরই জানা যাবে চুড়ান্ত ফলাফল, তবে আশঙ্কা করা হচ্ছে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যেতে পারে ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

চোট পেয়ে মাঠ ছেড়ে যাচ্ছেন লিভিংস্টোন

অলরাউন্ডার বেন স্টোকস মানসিক স্বাস্থ্যজনিত কারণে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিলে তাঁর বদলে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছিল লিভিংস্টোনকে। কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন লিভিংস্টোন। আঙ্গুলে চোট পাওয়ার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাটিংয়ে নেমে ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে শুরু হবে তাদের আনুষ্ঠানিক বিশ্বকাপ যাত্রা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img