প্যাট কামিন্সের বলটা ঠাস করে এসে আঘাত করলো বুড়ো আঙ্গুলে! ব্যথায় কুকড়ে গেলেন জনি বেয়ারস্টো। দেখেই বুঝা যাচ্ছিলো প্রচন্ড ব্যথা পেয়েছেন। কিন্তু হার মানলেন না, আহত অবসরেও গেলেননা। ব্যথা আঙ্গুল নিয়েই ব্যাট করে এসসিজিতে হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি। যার কল্যাণে অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন বড় ধরণের বিপর্যয় এড়িয়েছে ইংল্যান্ড। দিনশেষে ইংল্যান্ডের স্কোর ২৫৮/৭।
The Ashes: Jonny Bairstow scores century as England show fight in Sydney – https://t.co/O8xkqDMXzE{
Jonny Bairstow took a blow to the thumb off Pat Cummins during his inningsFourth Ashes Test, Sydney (day three of five)Australia 416-8: Khawaja 137, Smith 67, Starc 34*, Broad … pic.twitter.com/CL9GV5ActJ— Eric Thompson (@isearch247) January 7, 2022
বেয়ারস্টোর এই কীর্তি নাহলে আজকের দিনের সবচেয়ে আলোচিত ঘটনা অবশ্যই হত বেন স্টোকসের, যিনি বেয়ারস্টোকে দিয়ে
ছেন যোগ্য সঙ্গ। ৪৭ রানে অপরাজিত ছিলেন স্টোকস, তখনই ঘটলো ভুতুড়ে কান্ড। ক্যামেরন গ্রিনের বলটায় এলবিডাব্লিউ আপিল করে অস্ট্রেলিয়া। আম্পায়ার আউটও দেন, তবে স্টোকস রিভিউ নিলে দেখা যায়, বল প্যাডে লাগেনি বরং অফস্ট্যাম্পে লেগে ছিটকে গেছে। কিন্তু বেইলস অক্ষত! ভাগ্যদেবী একেবারে নিজের হাতে বাঁচিয়ে দিয়েছেন স্টোকসকে। সুযোগ কাজে লাগিয়ে বেন স্টোকসও খেলেছেন ৬৬ রানের ইনিংস।
UNBELIEVABLE #Ashes pic.twitter.com/yBhF8xspg1
— cricket.com.au (@cricketcomau) January 7, 2022
এর আগে ইংল্যান্ড আবারো বিগত টেস্টগুলির মত বড় কলাপ্সের শঙ্কায় কাঁপছিলো। দিনের শুরুতেই হাসিব হামিদকে বোল্ড করেন মিচেল স্টার্ক। এরপর জ্যাক ক্রলিকে আউট করার পর জো রুটকেও শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরান স্কট বোল্যান্ড। ‘ডাক’ দিয়ে নতুন বছর শুরু করলেন রুট। ডেভিড মালানও ফিরে যান মাত্র ৩ রান করে।
এরপর বেয়ারস্টো-স্টোকস গড়েন ১২৮ রানের জুটি। যা ভাঙ্গে নাথান লায়নের বলে স্টোকসের ৬৬ রানে এলবিডাব্লিউ হওয়ার মধ্য দিয়ে। এরপর মার্ক উডের সাথেও ৭২ রানের জুটি গড়েন বেয়ারস্টো। তুলে নেন শতক। উড ৩৯ রান করে প্যাট কামিন্সের শিকার হন। মাঝখানে জস বাটলারকেও শুন্য রানে ফেরান কামিন্স।
এখনো অস্ট্রেলিয়া থেকে ১৫৮ রান পিছিয়ে আছে ইংল্যান্ড।