১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

আজহারের ‘সাত হাজার’

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার টেস্টে ‘সাত হাজারী’ ক্লাবে প্রবেশ করতে দরকার ছিল মোটে ৭৪ রান। প্রথম ইনিংসের ৮০তম ওভারে লাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে পাকিস্তানের ডানহাতি ব্যাটার আজহার আলী ছুঁয়ে ফেললেন টেস্টে ‘৭০০০’ রানের মাইলফলক। এই নিয়ে পাকিস্তানের হয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন আজহার।

 

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট জার্সিতে প্রথমবারের মতো অভিষেক ঘটে আজহার আলীর। সেই অজিদের বিপক্ষেই ১২ বছর পর টেস্টে পূরণ করলেন ৭০০০ রান। একযুগের টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটারের নামের পাশে রয়েছে ১৯টি শতকসহ ৩৫টি অর্ধশতক। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার এই এলিট ক্লাবে ঢুকতে খেলেছেন ৯৪টি টেস্ট (১৭৩ ইনিংস)। আজহারের আগে আরও চার পাকিস্তানি ব্যাটার হিসেবে ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ ইউসুফ এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

এই প্রতিবেদন লেখা অব্দি, লাহোর টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২২৭ রান। ২০৮ বলে ৭৮ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়েছেন আজহার আলী। বাবর আজম ৪২* এবং ফাওয়াদ আলম ৫* রানে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img