বৃহস্পতিবার সারাদিনই ব্যস্ততায় কাটবে বিসিবি নব নির্বাচিত পরিচালকদের। দুপুরে ফলাফলের অফিসিয়াল গেজেট প্রকাশের পরপরই শুরু হবে পরিচালকদের বৈঠক। ওই বৈঠক থেকেই পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।
এখানে একাধিক প্রার্থী কিংবা নাটকীয় কোন কিছুর সম্ভাবনা নেই। চতুর্থবারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে চলেছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সূত্র জানিয়েছে, প্রথম বৈঠকে কমিটি বন্টনের সম্ভাবনা নেই। নতুন মেয়াদের দায়িত্ব নিয়ে এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বসবেন বিসিবি সভাপতি। নতুন মেয়াদে কি কি পরিকল্পনা সেগুলোই মুলত জানাবেন গণমাধ্যমের সাংবাদিকদের।
সংবাদ সম্মেলন শেষ করে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানাবেন নতুন সভাপতি ও তাঁর পরিষদ। বুধবার হয়েছিলো বিসিবি পরিচালনা পরিষের নির্বাচন। সেখানে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।