৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন বাবর আজম

- Advertisement -

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে বাবর আজমের প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তান অধিনায়ক করতে পেরেছেন মোটেই সাত। তাসকিন আহমেদকে মিউউইকেট দিয়ে বাউন্ডারি মেরে ছুঁয়েছেন মোহাম্মদ হাফিজের ২৫১৪ রান। অবশ্য, বাউন্ডারির আগের বলেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন বাবর। তাসকিনের বাউন্স হওয়া বলটা বাবরের ব্যাটে লাগলেও আপিল করেনি কেউই।

দুজনের রানসংখ্যা সমান হলেও পরিসংখ্যানে এগিয়ে থাকার কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর এখন পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফিজের সর্বোচ্চ রানের রেকর্ড এখন বাবরের

পাকিস্তানের হয়ে এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন মোহাম্মদ হাফিজ। ১১৯ ম্যাচ খেলে ২৭ গড়ে ২৫১৪ রান করেছেন সিনিয়র এই খেলোয়াড়। বিশ্বকাপেও ছিলেন ছন্দে, কিন্তু বাংলাদেশ সিরিজে নিয়েছেন বিশ্রাম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফিজের সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করতে পাকিস্তান অধিনায়কের লেগেছে মাত্র ৬৮টি ম্যাচ; গড় প্রায় ৪৮! এই বছরে টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে ইতোমধ্যেই এক শতকে বাবর করে ফেলেছেন ৮৩৩ রান; আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করার অপেক্ষায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img