৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আফগানদের সমীহ করছেন তামিম

- Advertisement -

আসন্ন আফগানিস্তান সিরিজ সহজ হবে না। এমনটি মনে করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানকে সমীহ করছেন ওয়ানডে অধিনায়ক। ইতোমধ্যে আফগান সিরিজকে সামনে রেখে প্রি-ক্যাম্প শুরু করেছে দল। প্রধান কোচ হাতুরুসিংহে ছুটি কাটিয়ে বাংলাদেশে আসলেই শুরু হবে ক্যাম্প।

শুক্রবার এক অনুষ্ঠানে আফগান সিরিজ নিয়ে গণমাধ্যমকে ওয়ানডে অধিনায়ক বলেন, “কোচ এলে স্কিল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সবসময় ভালো সিরিজ হয়। তারা মানসম্পন্ন দল। আজ (শুক্রবার) তাদের পারফরম্যান্স হয়তো দেখেছেন সবাই। তারা শ্রীলংকাকে হারিয়েছে”

আফগান সিরিজে ভালো করতে হলে সব বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে মনে করেন তামিম। তিনি বলেন, “আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। কঠিন সিরিজ হবে। তাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। টেস্ট দিয়ে শুরু করব। মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা টেস্ট নিয়েই চিন্তা করছি”

আসন্ন আফগান সিরিজকে সামনে রেখে প্রি-ক্যাম্প করছে টাইগাররা

ওয়ানডে সুপার লিগে আরও ভালো করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ওয়ানডে সুপার লিগে নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট নন দেশ সেরা এই ওপেনার। তিনি মনে করেন, “ওয়ানডে সুপার লিগ নিয়ে সন্তুষ্ট, বলব না। তবে আমরা শীর্ষ তিনের দল। আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দ্বিতীয় কিংবা প্রথম দল হতে পারতাম”

আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। ১৪ জুন মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। ১১, ১২ ও ১৩ তারিখে অনুশীলন করবে আফগানিস্তান দল। দুইভাগের এই সফরে একমাত্র টেস্ট খেলে ভারতে যাবে আফগানরা।

এরপরই আবার জুলাইয়ের শুরুতে বাংলাদেশে আসবে রশিদ খানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এছাড়া ১৪ ও ১৬ জুলাই সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img