৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আফগানিস্তানকে আতিথেয়তা দিতে চায় পাকিস্তান

- Advertisement -

যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান এখন ক্রিকেটের বড় বিজ্ঞাপন। গেল পাঁচ বছরে তাদের উন্নতির গ্রাফ চোখে লাগার মতো। এবার তাদের সামনে প্রথমবারের মতো পাকিস্তানে অফিসিয়াল সফরের সম্ভাবনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের দেওয়া বক্তব্যে অন্তত সেটা স্পষ্ট।

গত বৃহস্পতিবার আফগানিস্তান সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের কাবুল সফরের  কয়েক দিন পরই আফগান ক্রিকেটের জন্য এলো সুখবর। ৯ বছর আগে আফগানরা একবার পাকিস্তান সফর করলেও প্রতিপক্ষ ছিল পাকিস্তানের দ্বিতীয় সারির দল।

পিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের প্রাথমিক লক্ষ্য আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলা। সেটা সম্ভব না হলে, সিরিজ ১ বছর পিছিয়ে নিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

‘আমরা চেষ্টা করবো ২০২১ সালে সিরিজ আয়োজনের। সেটা না হলে সিরিজটি হতে পারে ২০২২ সালে।”

অন্যদিকে ২০২৩ সালের ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে আতিথেয়তা দেওয়ার কথা আছে আফগানিস্তানের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img