৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আফিফকে অহেতুক বল ছুঁড়ে মারার শাস্তি পেলেন শাহীন

- Advertisement -

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফিফ হোসেনের দিকে বল ছুঁড়ে মারায় আইসিসির কোড অব কন্ডাক্ট লেভেল ওয়ান ভেঙেছেন শাহিন শাহ আফ্রিদি।  ফলে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে স্ট্যাম্প ভাঙ্গার জন্য বল ছুঁড়তে গিয়ে সরাসরি আফিফের পায়ে বল ছুঁড়ে বসেন শাহীন। ফিজিও কর্তৃক চিকিৎসা নিয়ে খেলা শুরু করতে হয় আফিফের, ম্যাচশেষে নিজেদের মধ্যে ব্যাপারটা মিটমাটও করতে দেখা গেছে দুই ক্রিকেটারের।

তবে, বিষয়টিকে স্বাভাবিক ভাবে নেয়নি আইসিসি। তাঁরা এক বিবৃতিতে জানিয়েছে, শাহীন শাহ আইসিসির আচরণ বিধির লেভেল ওয়ান ভঙ্গ করেছেন। ফলে, তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা হয়েছে।

আইসিরি আচরণ বিধির ২.৯ নং ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে বল বা অন্য কিছু ছুড়ে মারা যাবে না।

এই ঘটনায় শাহীন শাহ’র নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হল।

ম্যাচের দায়িত্ব প্রাপ্ত আম্পায়ার গাজী সোহেল, তানভির আহমেদ, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ঘটনাটি ম্যাচ রেফারির আমলে আনেন। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে শাহীন নিজের ভুল শিকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img