চট্টগ্রামে সকালের কন্ডিশনকে কাজে লাগিয়ে দুর্দান্ত বাউন্স সুইং ও অফ দ্য পিচ মুভমেন্ট আদায় করে নিয়ে বাংলাদেশকে ভীষণ অস্বস্তিতে ফেলেছেন পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী। ৩৩ রানেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিককে।
শাহীন শাহ আফ্রিদির প্রথম ওভারেই ব্যাটের কানায় লেগেছিলো সাদমান ইসলামের, পাকিস্তান খেয়াল করেনি, হাসান আলীর আরেকটি বলেও আম্পায়ার আঙ্গুল তুললেই এলবিডাব্লিউ হয়ে যেতেন তিনি। অবশেষে হাসানেরই প্রায় একইরকম একটি ডেলিভারিতে একইরকমভাবে এলবিডাব্লিউ হয়ে ১৪ রানে ফিরে গেছেন সাদমান।
এর আগে সাইফ হাসান বেশ ভালো শুরু করেছিলেন, তিনটি বাউন্ডারি থেকে আদায় করেছিলেন ১৪ রান, তবে শাহীন আফ্রিদির একটি মারাত্মক বাউন্সারে কুপোকাত হয়ে ফিরে যান তিনিও।