চোটের কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে, যে তিনটি ম্যাচ খেলেছেন তাতেও পারফরম্যান্স হয়নি মনমতো। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়েও হয়েছে অবনমন। সব মিলিয়ে সাকিব আল হাসানের সময়টা খুব খারাপই যাচ্ছে।
তবে এই খারাপ সময়েও একটু খুশি হতে পারেন সাকিব। অক্টোবর মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরুষদের সংক্ষিপ্ত সেরা তিনজনের তালিকায় আবারো নাম উঠেছে সাকিবের। সাকিবের সাথে আরো আছেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড উইজা।
এই বিশ্বকাপে ব্যাট হাতে ১৩১ রান ও বল হাতে ১১ উইকেট শিকার করেছেন সাকিব। আসিফ আলী পাকিস্তানের হয়ে ম্যাচে ম্যাচে মারকাটারি ব্যাটিং করছেন। ডেভিড উইজা হয়ে আছেন নামিবিয়ার মূল ভরসা।
নারী ক্রিকেটারদের মধ্যে সেরা তিনে রয়েছেন আয়ারল্যান্ডের লরা ডেলেনি, গ্যাবি লুইস ও জিম্বাবুয়ের ম্যারি-অ্যান মুসোন্দা।