ঢাকা প্রিমিয়ার লিগে নতুন সূচি ঘোষণা করেছে সিসিডিএম। যেখানে একই ম্যাচ ডেতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। বুধবার ও বৃহস্পতিবারের বিকেএসপির তিন নম্বর মাঠে দশম রাউন্ডের দুই ম্যাচ মিরপুর শেরে বাংলায় শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ডিপিএলের এবারের আসরে এমন ঘটনা নতুন নয়। এরআগে দ্বিতীয় রাউন্ডের খেলাতেও বিকেএসপিতে বৃষ্টির কারণে সরিয়ে মিরপুরে স্থানান্তর করা হয়।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি হানা দিলে গাজী গ্রুপ আর পারটেক্সের খেলা কোনরকমে শেষ করতে পারলেও পাশের চার নম্বর মাঠে মোহামেডান ও ব্রাদার্সের ম্যাচের দ্বিতীয় ইনিংস আর মাঠে গড়ানো সম্ভব হয়নি, ফলাফল পরিত্যক্ত ম্যাচ।
তাই পরবর্তীতে বৃষ্টির আরো সম্ভাবনা থাকায় ডিপিলের দশম রাউন্ডের ম্যাচগুলো আয়োজনে মিরপুরকেই ভালো বিকল্প হিসেবে ভাবছে বিসিবি।

দেশের ক্রিকেট যতোটা অগ্রসর হচ্ছে মাঠের মান যেনো ততোটাই পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডে বিকেএসপির খেলাগুলো যখন বৃষ্টি বাধায় পন্ড হলো এরপর কেটে গেছে ১৩ দিন। এতোদিনেও টনক নড়েনি সিসিডিএমের।
দেশের ক্রিকেট কাঠামো যখন প্রশ্নবিদ্ধ তখন সিসিডিএমের পেশাদারিত্ব নিয়ে তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সিসিডিএম কিংবা বিসিবি দুপক্ষরই তাড়া লিগ শেষ করতে হবে। যে মাঠগুলোতে লিগের খেলা হয় সে মাঠের ব্যাপারে কতোটা সিরিয়াস বোর্ড কর্মকর্তারা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এক মিরপুরের উপরই যেনো দেশের ক্রিকেটের সবশেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে।