২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আবার হারল জুভেন্তাস

- Advertisement -

ব্যর্থতার গন্ডি থেকে বেরোতেই পারছে না জুভেন্তাস। সেরি-আ তে প্রথম দুই ম্যাচে একটি করে জয় এবং ড্রর পর তৃতীয় ম্যাচে এসেও জয়ের দেখা পেল না জুভেন্তাস। আলভারো মোরাতার গোলে প্রথমে এগিয়ে গিয়েও নাপোলির বিপক্ষে তাদের পরাজয় ২-১ গোলে।

চলতি মৌসুমে জুভেন্তাসের শুরুটা হয়েছে একেবারেই মলিন। প্রথম ম্যাচে ড্রর পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই ক্লাব ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় ম্যাচে হেরে বসে তুরিনের বুড়িরা। বড় ম্যাচে নাপোলির বিপক্ষে একপ্রকার ব্যাকফুটে থেকেই মাঠে নামে জুভেন্তাস। তবে নতুন করে গল্প লিখতে চেয়েছিলেন আলভারো মোরাতা। ম্যাচের মাত্র দশম মিনিটে দুর্দান্ত গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধের বাকিটা সময় দুদল অনেকটা ঝিমিয়েই খেলেছে। গোলের বড় কোন সুযোগই কেউ তৈরি করতে পারেনি। তবে ম্যাচের ২২তম মিনিটে জোড়া সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে, কোনোটাই কাজে লাগেনি। ফলে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফররতরা।

বিরতি থেকে ফিরেই ভিন্ন নাপোলি, জুভেন্তাস অর্ধে একেরপর এক আক্রমন শানায় তারা। ফলও পেয়ে যায় হাতেনাতে। ম্যাচের ৫৭তম মিনিটে মাতেও পলিতানোর গোলে সমতায় ফেরে নেপলসের ক্লাবটি। লরেঞ্জ ইনসিনিয়ার শট গোলরক্ষক প্রথম ধপায় প্রতিহত করলে বল পেয়ে যান পলিতানো, সেখান থেকে গোল করতে ভুল করেননি এই ইতালিয়ান স্ট্রাইকার। মিনিট দুয়েক পর এগিয়ে যাওয়ার সুযোগ আসে নাপোলির সামনে, ইনসিনিয়ার দুর্বল শট ঠেকিয়ে দেন ওয়েসজিক সেজনি। ম্যাচের বাকিটা সময় দুদলের খেলার ধরণ দেখে মনে হয়েছে তারা পয়েন্ট ভাগাভাগিতেই খুশি।

তবে ঘরের মাঠে পয়েন্ট হারাতে চায়নি নাপোলি। ম্যাচের ৮৫তম মিনিটে কালিদো কোলিবালির গোলে এগিয়ে যায় নাপোলি। মূলত গোলরক্ষকের ভুলের কারনেই গোল খেয়ে বসে জুভেন্তাস। শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজয় বরণ করে জুভেন্তাস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img