২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

‘আমি এখানে ওদের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে আসিনি’

- Advertisement -

সময়টা ভালো যাচ্ছে না চেতেশ্বর পূজারা আর আজিঙ্কা রাহানের। দীর্ঘ সময় ধরেই ব্যাটে নেই রান, তাদের দল থেকে বাদ পড়ার আলোচনা এইমুহুর্তে তুঙ্গে। সাউথ আফ্রিকা সিরিজে পূজারার ব্যাট থেকে এসেছে ২০.৬৬ গড়ে ১২৪ রান, রাহানে সেই তুলনায় কিছুটা ভালোই করেছেন; ২২.৬৬ গড়ে করেছেন ১৩৬। সাউথ আফ্রিকায় হয়নি সিরিজ জেতা, সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ভিরাট কোহলির সামনে প্রশ্ন উঠল রাহানে-পূজারার ভবিষ্যত নিয়েও।

“আমি এখানে তাদের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে আসিনি। আপনার বরং নির্বাচকদের সাথে কথা বলুন”- রাহানে-পূজারা প্রসঙ্গে কোহলি

তবে ভারতীয় অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন তাদের অবদানটাও, “আগেও বলেছি, এখনও বলছি আমি তাদের বাদ দেয়ার পক্ষে নই। ওরা অতীতে যা করেছে একবার শুধু চোখ বুলিয়ে দেখুন, কি অবিশ্বাস্যকর খেলোয়াড় দুজনই। তারা দুজনে মিলে অসংখ্য কঠিন সময়ে লড়ে গেছেন। খুব বেশীদূর নয়, সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসটাই দেখুন না একবার!”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img