এবারের কোপা আমেরিকার পরেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন আনহেল দি মারিয়া। যার শেষের আনুষ্ঠানিকতা কাল সোমবার। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দিয়েই কোপা আমেরিকার পর্দা নামছে, পাশাপাশি ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন দি মারিয়াও। ফাইনালের আগে রবিবার ভোরে জাতীয় দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন করেন তিনি। মায়ামিতে অনুশীলনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন দি মারিয়া।
ইনস্টাগ্রামে লিওনেল মেসির সাথে একটি ছবি স্টোরিতে দিয়ে দি মারিয়া লিখেছেন, “আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে”
আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই মেসির সাথে খেলছেন দি মারিয়া। দুজনে একসাথে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতিয়েছেন। এবার সুযোগ আরও একটি মেজর ট্রফি নিজেদের করে নেওয়া।
মেসি তার ক্যারিয়ারের শেষের দিকে এসে যে কয়টি আন্তর্জাতিক শিরোপা জিতেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদানটা ছিল এই দি মারিয়ারই। ২০২১ সালে তার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল মেসিরা। এরপর ফিনালিসিমাতেও গোল করেছিলেন মারিয়া। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও স্কোরশিটে নাম তুলেছেন তিনি। সেই সাথে একটি পেনাল্টিও অর্জন করেছিলেন দি মারিয়া। তাইতো সতীর্থ ও আর্জেন্টিনা অধিনায়ক মেসি আশা করছেন, শেষের মঞ্চে গোলে করেই বিদায় বলবেন দি মারিয়া।
“কে জানে, সে হয়তো ফাইনালে আরেকটি গোল করবে, যেমনটা সে আগে খেলা ফাইনাল ম্যাচগুলোতে করেছে… এটা সত্যিই অসাধারণ হবে”– বলেছেন মেসি
বাংলাদেশ সময় সোমবার সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে হামেস রদ্রিগেজদের হারাতে পারলেই বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জেতা দল হবে আর্জেন্টিনা। এর আগে একটি বিশ্বকাপ ও টানা দুটি ইউরো জিতেছিল স্পেন।