৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আরেকবার শাখতারে পা হড়কাল রিয়াল

- Advertisement -

ঘরের মাঠের পরাজয়ের বদলা নিতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ, বুধবার জিদানের দলের পরাজয় ২-০ গোলে। শাখতার দোনেৎস্কোর কাছে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছে ইউরোপিয়ান ফুটবলের সফলতম দলটির।

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে ২-৩ ব্যবধানে হারায় আজ শাখতারের মাঠে শুরু থেকেই চাপে ছিল সফররত মাদ্রিদ। অন্যদিকে তাদের সাম্প্রতিক ফর্মও যাচ্ছেতাই। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে মোটে এক জয়।

যদিও ম্যাচের প্রথম সুযোগ পায় রিয়াল। করিম বেনজেমার বাড়ানো বলে মার্কো অ্যাসেন্সিও শট যখন বারে লেগে ফিরে আসে তখন ম্যাচের বয়স মোটে চার মিনিট। পরের সুযোগ পান বেনজেমা নিজেই, তবে এ যাত্রায় শাখতার গোলরক্ষক ত্রুবিন বাঁচায় তার দলকে। প্রথমার্ধ কোনো দল জাল খুঁজে না পাওয়ায় উভয় দল বিরতিতে যায় গোলশূন্য ড্রতে।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে শাখতারের নাম্বার নাইন ডেনটিনহো কর্তোয়াকে পরাস্ত করলে ঘরের মাঠে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৮২তম মিনিটে সোলোমোন জালের ঠিকানা খুঁজে পেলে ব্যবধান ২-০  করে শাখতার। ম্যাচের ফাইনাল স্কোরলাইনও তাই।

এই জয়ে পাঁচ ম্যাচ শেষে শাখতারের ঝুলিতে সাত পয়েন্ট, অন্যদিকে জিদানের দলের পয়েন্টও সাত। স্বাগতিকরা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলেও মাদ্রিদ রয়েছে বাদ পড়ার শঙ্কায়। সার্জিও রামোসকে ছাড়া খেলা নয় ম্যাচের সাতটিতেই হারল অল হোয়াইটরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img