৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আরো একটি ম্যাচ, আরো একবার দুর্দান্ত মোহাম্মদ সালাহ

- Advertisement -

এই মৌসুমে কোথায় গিয়ে থামবেন মোহাম্মদ সালাহ, বা কে রুখবে তাঁকে, বলা যেন ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। তবে লিভারপুলের সাফল্যের রথ যে সালাহতে চড়েই ছুটছে তা নিঃসন্দেহে বলা যায়।

বুধবার মার্সিসাইড ডার্বিতে সালাহর জোড়া গোলে ৪-১ গোলে এভারটনকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। গোল পেয়েছেন দিয়োগো জোতা ও জর্ডান হেন্ডারসনও। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে প্রতিপক্ষকে এক হালি গোল দিলো লিভারপুল।

রবার্টসনের পাসে গোল করে লিভারপুলকে প্রথমে এগিয়ে নেন অবশ্য হেন্ডারসন। এরপর ১৯ মিনিটে সালাহ পান প্রথম গোল। অবশ্য প্রথমার্ধে ডেমারাই গ্রের গোলে ব্যবধান কমায় এভারটন। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সালাহর দর্শনীয় গোল ও ৭৯ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড দিওগো জোতার গোলে বড় জয় নিশ্চিত হয় ইয়ুর্গেন ক্লপের দলের। ১৪ ম্যাচে ১৩ গোল নিয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ।

যদিও এই জয়ের পরও পয়েন্ট টেবিলের তিনে রয়েছে লিভারপুল। দিনের অন্য উল্লেখযোগ্য ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। একই ব্যবধানে ওয়াটফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img