২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আহমেদাবাদে পান্ডিয়া, রশিদ, গিল!

- Advertisement -

আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের হয়ে খেলবেন রশিদ খান, হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিল। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যেই তাদের কোচিং প্যানেলে কারা থাকছেন সেটাও জানিয়ে দিয়েছেন; প্রধান কোচ হিসেবে থাকছেন সাবেক তারকা পেসার আশিষ নেহেরা, ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে ভারতকে বিশ্বকাপ এনে দেয়া গ্যারি কার্স্টেনকে এবং দলটির পরামর্শক হিসেবে থাকবেন সারের প্রধান কোচ বিক্রম সোলানকি।

শীঘ্রই অনুষ্ঠিত হবে আইপিএলের প্লেয়ার্স ড্রাফট, তার আগে দলগুলোর সামনে সুযোগ ছিল তিনজন করে খেলোয়াড় রেখে দেয়ার। হার্দিক পান্ডিয়ার ফর্মটা খারাপ যাচ্ছে তাই সুর্যকুমার যাদবকেই বেছে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, গিলের গল্পটাও এরকমই। রশিদ খানকে অবশ্য বলা হয়েছিল কেইন উইলিয়ামসনের পর দ্বিতীয় পছন্দ হিসেবে তাকে নিতে চায় হায়দ্রাবাদ। কিন্তু আফগান তারকা প্লেয়ার্স ড্রাফটে থাকাটাই নিজের জন্য ভালো মনে করেছেন।

আহমেদাবাদের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। আইপিএলের নতুন দুই দলই এখনো অব্দি কিনেছে এমন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেনি। ২২ জানুয়ারির মধ্যেই করা হবে, এমনটাই ধারণা করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img