আহসান মঞ্জিলে বিপিএল ফাইনালের ফটোসেশন হয়েছে। ঐতিহ্যবাহী এই স্থানে বিপিএলের দুই ফাইনালিস্ট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের অধিনায়কের আসার কথা থাকলেও লিটন কুমার দাশ ও তামিম ইকবাল আসেননি। তাদের প্রতিনিধি হয়ে এসেছিলেন বরিশালের মেহেদী হাসান মিরাজ ও কুমিল্লার জাকের আলী অনিক। তারাও এসেছেন নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর।
আগেই বিসিবি থেকে জানানো হয়েছিল, দুই দলের অধিনায়ক থাকবেন ফটোসেশনে। সেই অনুযায়ী সকাল থেকেই আহসান মঞ্জিলে ভিড় ছিল সংবাদকর্মীদের। কিন্তু তাদের হতাশই হতে হয়েছে।
প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে নুরুল হাসান সোহানের দল। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর দ্বিতীয় কোয়ালিফায়ারে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা রংপুরকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। তাতেই নিশ্চিত করেছে ফাইনাল। আগামীকাল কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল।