২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই উইলিয়ামসন

- Advertisement -

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। কনুইয়ের চোটের দরুন নিউজিল্যান্ডের অধিনায়ককে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে দলকে নেৃতত্ব দেবেন টম লাথাম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে উইলিয়ামসনের বাঁ হাতের কনুইয়ের চোট নিয়ে দারুন চিন্তিত কিউই শিবির। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার । সেই টেস্টে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

দিন দুয়েক আগেই উইলিয়ামসন জানিয়েছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে তারা দেখছে সিরিজের তৃতীয় টেস্ট হিসেবেই। মুখে যতই বলুক, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তাদের কাছে কতটা গুরুত্বপুর্ন তা বোঝাই যায়। উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার কারন, যাতে করে উইলিয়ামসন দ্রুত চোট সারিয়ে তুলতে পারেন। পুরো ফিট হয়ে নামতে পারেন ভারতের বিপক্ষে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img