জুলাইয়ে ইংল্যান্ডের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজের তৃতীয় ওডিআই তে এজবাস্টনে সর্বোচ্চ ১৯০০০ সমর্থক প্রবেশের অনুমতি দিয়েছে কতৃপক্ষ।
???? | ????????? ?? ???? ???????? ??? ???? ?? ??? ???? ????????. ?
Edgbaston will be able to accommodate around 19,000 fans, including under 16s, as part of a research study.
? https://t.co/nc9goRg2Kh#Edgbaston | #ENGvPAK pic.twitter.com/S4NI7CZdWl
— Edgbaston (@Edgbaston) June 28, 2021
২০২০ এর করোনাকালীন সময়ে অন্য সব খেলাধুলার মতো ক্রিকেটও বন্ধ হয়ে গিয়েছিল, ১১৭ দিনের বিরতির পর দর্শকশুন্য মাঠে ইংল্যান্ড ওয়েস্ট-ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিল ক্রিকেট। তারও একবছর পর ক্রিকেট ফিরে পাচ্ছে আবার তার চিরচেনা রুপ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশ আগেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল, তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় তা কখনো সর্বোচ্চ ধারণক্ষমতার ৫০ শতাংশর বেশি ছিলনা। এবার ইংল্যান্ড সরকারের করোনার বিরুদ্ধে জয় ঘোষনা করার অংশ হিসেবে বড় জনসমাগমের অনুমতি পাওয়া গেছে, ১৩ জুলাই বার্মিংহামে সর্বোচ্চ ধারণক্ষমতার ৮০ শতাংশ দর্শককে মাঠে দেখা যাবে। করোনা মহামারীর পর ইংল্যান্ডের মাঠে শতাংশের বিচারে এটিই হবে সর্বোচ্চ মানুষের উপস্থিতি।
এজবাস্টন মাঠের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কেইন এক বিবৃতীতে বলেন, “এই অঞ্চলের মানুষের জন্য এটি একটি খুশির বিষয় যে একসাথে এতো মানুষ ইংল্যান্ড-পাকিস্তানের জমজমাট ম্যাচ দেখতে পাবে” “সম্প্রতি নিউজিল্যান্ডেরর সাথে শেষ হওয়া টেস্ট ম্যাচে দর্শক সমাগম আমাদের নতুনভাবে সবকিছু সাজানোর সুযোগ দিয়েছে এবং পাকিস্তানের সাথেও বহু দর্শক সমাগম একটি দারুন ব্যাপার হবে”
তবে চাইলেই মাঠে বসে দেখা যাবেনা এই ম্যাচ। ১১ বছরের বেশি বয়সী সবাইকে কোভিড ১৯ টেস্টে নেগেটিভ হওয়ার রিপোর্ট দেখাতে হবে অথবা খেলার দিনের অন্তত সপ্তাহ দুয়েক আগে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ কমপ্লিট করে রাখতে হবে।