২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইউনাইটেডকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন রাশফোর্ড

- Advertisement -

গোটা ম্যাচে ১৮টি শট, তিনটি মাত্র লক্ষ্যে। এতোটাই ছন্নছাড়া ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স। কিন্তু ৯৩ মিনিটে মার্কাস রাশফোর্ড উল্টে দিলেন সমীকরণ। কাউন্টার অ্যাটাক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো পায়ে বল নিয়ে ছুটলেন, অ্যাটাকিং থার্ডে গিয়ে বল দিলেন অ্যান্থনি মারতিয়ালকে, মারতিয়াল থেকে কাভানি কাভানি থেকে রাশফোর্ড এবং দুর্দান্ত ফিনিশিং!

এই গোলেই ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড জিতে নিয়ছে মহাগুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট। এই মৌসুমে ওয়েস্টহ্যাম দুর্দান্ত ফর্মে আছে। পয়েন্ট টেবিলের চার নম্বরে জাঁকিয়ে বসেছে ডেভিড ময়েসের দল। এই ম্যাচটি তাই ইউনাইটেডের জন্য ‘বড় ম্যাচ’ই ছিলো। শেষ চারে ওঠার আশা টিকিয়ে রাখার  জন্যও এই ম্যাচে জেতার বিকল্প ছিলোনা রালফ রাগনিকের দলের কাছে। গোটা ম্যাচে যে আক্রমণভাগ করেছে হতাশ, শেষমুহুর্তে সেই আক্রমণভাগেরই সম্মিলিত প্রচেষ্টায় গোল এলো।

৩৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট  টেবিলের চারে অবস্থান করছে ইউনাইটেড, ওয়েস্টহ্যাম চলে গেছে ৫ নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img