২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে: গেইল

- Advertisement -

আইপিএল নিলাম থেকে নাম কাটিয়ে নিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটকেও বলে দিয়েছেন ‘প্রায়’ বিদায়। তবুও ক্রিস গেইলকে নিয়ে এখনও ভক্তদের অপেক্ষা আর আকাঙক্ষার সীমা চরমে। বিপিএলে আসছেন তিনি, খেলবেন ফরচুন বরিশালে এই খবর শুনে আশায় বুক বেঁধেছিলো বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী।

২১ তারিখে আসার কথা থাকলেও ফ্লাইট স্থগিত হওয়ার কারণে সেদিন আসতে পারেননি, তবে দুদিন পিছিয়ে ২৩ তারিখে বাংলাদেশে এসে পৌঁছেছেন ‘ইউনিভার্স বস’। হয়ে গেছে করোনা পরীক্ষাও। বরিশালের হয়ে পরের ম্যাচটি (ঢাকার বিপক্ষে) না খেলতে পারলেও তারপরের ম্যাচ থেকেই (কুমিল্লার বিপক্ষে)  চার ছক্কায় মাঠ মাতাবেন গেইল। অবশ্য করোনা নেগেটিভ হলে কালকের ম্যাচেই মাঠে নামতে পারেন।

হোটেল থেকে এক ভিডিও বার্তায় গেইল বাংলাদেশের আতিথেয়তাকে জানিয়েছেন ধন্যবাদ। এবং বলেছেন,

“বরিশাল, প্রথম ম্যাচ জয়ের জন্য অভিনন্দন ও পরের ম্যাচের জন্য শুভকামনা। ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img